নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সাথে র‌্যাব-১১ সিও এর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জের নব নিযুক্ত র‌্যাব-১১ সিও লে: কর্নেল খন্দকার সাইফুল আলম। ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এসময় নারায়ণগঞ্জের নব নিযুক্ত র‌্যাব-১১ সিও লে: কর্নেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম, পিবিজিএম‌আরকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান। এদিকে সাক্ষাৎ পর্ব শেষে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলার অবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে  আলোচনা হয়।

সাক্ষাৎ পর্ব কালে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

add-content

আরও খবর

পঠিত