নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩০ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৫৯২ জন। এই পর্যন্ত মারা গেছেন ১২১ জন। সোমবার (১৩ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ২৮ হাজার ৫৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২০ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৪ হাজার ৯৬৯ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৭২৯ জন, সদর উপজেলার ১ হাজার ১৭৪ জন, রূপগঞ্জের ৯৮৯ জন ও আড়াইহাজারের ৪৬৯ জন, বন্দরের ১৭৪ ও সোনারগাঁয়ের ৪৩৪ জন।