নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি ৫০বছরের নারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২৪ জন। বুধবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৮৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬২ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৮ হাজার ৫৯, সদর উপজেলায় ৫ হাজার ১৭৪, বন্দরে ১ হাজার ২৬৭, আড়াইহাজারে ২ হাজার ৪৫৩, সোনারগাঁয়ে ১ হাজার ৯৫২, রূপগঞ্জে ৭ হাজার ৯৯৩ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৪ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৪১৪ জন, সদর উপজেলার ১ হাজার ৩১ জন, রূপগঞ্জের ৭০১ জন ও আড়াইহাজারের ৪০২ জন, বন্দরের ১২১ ও সোনারগাঁয়ের ৩৩৫ জন।