নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কতপিয় ব্যক্তিরা বিভিন্ন সময় অপর্কম করে ঐতহ্যি পরবিাররে সুনাম ক্ষুন্ন করতে আজমরেী ওসমানরে নামে চালিয়ে দেয় এমন মন্তব্য করে সংবাদ সম্মলেনে জেলা দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক বলেছেন, আলহাজ্ব আজমেরী ওসমান আমাদের দেখা মতে এমন একজন ব্যক্তি যিনি সন্ত্রাসী কর্মকান্ডকে কখনোই সমর্থণ বা প্রশ্রয় দেন না। তিনি সব সময় অসহায় মানুষদের পাশে থাকেন। তিনি একাধারে বিভিন্ন শ্রমিক কল্যান মূলক সংগঠনেরও উপদেষ্টা হিসেবে রয়েছেন। অথচ বিভিন্ন সময় তাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ মাঠে কাজ করে যাচ্ছে। সেই মহলের ইন্দনে বিভিন্ন সময় নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনে বিভিন্ন ব্যক্তি নানা রকম অপকর্ম করে তা আজমেরী ওসমানের নামে চালিয়ে দিয়ে থাকে। কুচক্রীরা অপকর্ম করে ফায়দা লুটে আর তার দায়ভার বর্তায় আজমেরী ওসমানের উপর। যা অত্যন্ত দু:খ জনক। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের চাষাঢ়া বালুর মাঠস্থ নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আবু তাহের নামের এক ব্যক্তিকে আজমেরী ওসমানের নামে চাঁদাবাজী করার অভিযোগে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। অভিযুক্ত আবু তাহেরকে র্যাব গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগেও অপর এক ব্যক্তি আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। কিন্তু এর পরেও দুষ্কৃতিকারীরা থেমে নেই। তারা আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সেক্টরে করছে অবাধ বিচরণ।
সংবাদ সম্মেলনে লিখিত একটি বক্তব্য পাঠ করে মোজাম্মেল বলেন, গত বুধবার বিকেলে সৈয়দপুর এলাকায় জিএমসি নামে একটি মাঠ দখলে নিয়ে নিয়েছে একটি চক্র। যা আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি। কিন্তুু দুঃখ জনকভাবে এই অপকর্মের সাথেও আজমেরী ওসমানের নাম ব্যবহার করা হয়েছে। যা ন্যাক্কার জনক ঘটনা। ঘটনার সময় চক্রটি আজমেরী ওসমানের নামে স্লোগান দিয়েছে বলেও সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এখানে লক্ষ্য করলেই বুঝা যায়, অপকর্মটি জায়েজ করতেই আজমেরী ওসমানের নামে স্লোগান দিয়েছে ঐ চক্রটি। যা কখনোই আজমেরী ওসমান সমর্থন করে না। তিনি বা তার কোন লোকজন সৈয়পুরে জিএমসি মাঠ দখলে যায়নি। তার সাথে আমরা কথা বলে আরো জেনেছি, এব্যাপারে কারো সাথে কোন কথাও তিনি হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন টুলু, নাসিম ওসমান দুঃস্থ্য কল্যান ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন, না.গঞ্জ জেলা দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোজাম্মেল, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি ও কোচ এনামুল হক খোকা, না.গঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি ওবায়দুল্লাহ, অন্ধকল্যান সংস্থার সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার, না.গঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. তাহের, টেক্সি ও মাইক্রোবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি জামাল হোসেন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. মাসুম, জেলা নীট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি লিয়াকত হোসেন, প্রমুখ।