একটি ভংকর ঘটনা : এনির গল্প

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অনেক দিন আগের কথা। একটি পরিত্যাক্ত বাড়িতে মারা যায় ছোট্ট এক মেয়ে। বেশ কিছুদিন পর সেই পরিত্যক্ত বাড়িতে বসবাস শুরু করে করেন একটি পরিবারে। সেই সেই পরিবারের ছোট্ট মেয়ে জারাকে নিয়ে গড়ে উঠেছে এনির গল্প। ইউটিউিব ভিত্তিক শিশুতোষ ধারাবাহিকে নাটকে একটি ছোট মেয়ে অনেক দিন আগে সেই বাড়িতে মারা যায়। মারা যাওয়ার পর তার আত্মা একটি খেলনা পুতুলের ভিতরে ভর করে এবং জারাকে ভয় দেখায়। পরবর্তিতে সেই আত্মার সঙ্গেই বন্ধুত্ব গড়ে উঠে জারার।

এরকমই রিয়েল ভুতের গল্প নিয়ে ইউটিউবে মুক্তি পেয়েছে রিয়েল গোষ্টের সত্য ঘটনা এনির গল্প। আপনি দেখলে মনে হবে গল্পের প্রতিটি দৃশ্যই সত্য এবং ভংকর। তাতে আপনিও শিউরে উঠবেন। তবে সব ঘটনা জানতে প্রতিটি পর্বের জন্য মুক্তির অপেক্ষায় থাকতে হবে। রহস্যময় ঘটনার নিয়ে এই গল্পটি দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল (আজরা কিডস টিভি) তে।

add-content

আরও খবর

পঠিত