৬পার্সেন্ট হিন্দুদের দাপটে, ৯২পার্সেন্ট মুসলমান আজ কোনঠাসা : লোকমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বন্দর শাখার উদ্যোগে ওয়ার্ড ও থানা ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় শাহী মসজিদ নুরবাগস্থ আলকারীম হাফিজিয়া মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসেন জাফর।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান হোসেন বলেন, বাংলাদেশ শতকরা ৮পার্সেন্ট বিবর্তমান আ.লীগ সরকারের বদৌলতে ৬পার্সেন্ট হিন্দুদের দাপটে, ৯২পার্সেন্ট মুসলমান আজ কোনঠাসা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন সবাই হিন্দুদের কাছে বিলাইর মত থাকে। এর লজ্জার আর কি হতে পারে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সব কিছুর সুবিধাই ভারত পাচ্ছে। এখন দূর্গাপুজা উপলক্ষে হিন্দুদের ইলিশ উপহার দেওয়া হচ্ছে। অথচ আমার দেশের মানুষ ইলিছ খেতে পারে না। গরিব মানুষ খেতে পারে না। আজ ভারতের কাছে বাংলাদেশের সরকার নতজানু হয়ে গেছে। আজ তাদের কাছে আমাদেও ৯২ভাগ মুসলমান জিম্মি এটা বাস্তবতা। হিন্দু ধর্মের দূর্গাপুজা মহাউৎসবে হয় অথচ মুসলমানদের ওয়াজ মাহফিলের অনুমতি নিতে দ্বারে দ্বারে ঘুরতে হয় যা মেনে নেয়া যায়না। আ.লীগ ও বিএনপি এই দুই শক্তির একই অবস্থা। আ.লীগ ভারতের কাছে নতজানু। ভারত ইসলাম বিদ্বেষী কাজসহ মুসলমানদের নির্যাতন করছে কিন্তু বিএনপি এর একটা প্রতিবাদও করেনা। অতএব এই দুই পরাশক্তিই নীতি-নৈতিকতা বিবর্জিত। এরা ক্ষমতার মোহে এদেশে মন্দদিকগুলি প্রতিষ্ঠিত করেছে। মুসলমানদেরকে কলংকিত করেছে। এদের কাছ থেকে আমাদের পরিত্রান দরকার। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে যা করা প্রয়োজন তাই করব।

ইসলামী আন্দোলন বন্দর থানা শাখার সভাপতি আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামসহ নেতাকর্মীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত