নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে আবারো গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর ঘটনাটিকে অন্য দিকে নেওয়ার জন্য এক ধর্ষক ও ধর্ষিতাকে পিটিয়ে আহত করেছে। ধর্ষনের ঘটনায় পুলিশ আক্তার ও আনোয়ারকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে, ১৬ মে (বৃহস্পতিবার) রাত সাতটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাও এলাকায়।
ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে দিন মজুরের কিশোরি কন্যা (১৭) বাড়ির পাশে রাস্তার দিকে আসলে তাদের বাড়িতে বেড়াতে আসা তারই বোনের দেবর নরসিংদী জেলার তাওড়া এলাকার শাহিন (১৮), উপজেলার চারগাও এলাকার সরফত আলীর ছেলে আক্তার হোসেন (২৫), রতন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২০) ও কাউসার (২৫) মিলে কিশোরিটিকে মুখে চাপা দিয়ে জোর করে বাড়ির পাশে খালি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে নিয়ে জোর পূর্বক পালাক্রমে চার জনে গণধর্ষণ করার পর তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ধর্ষিতা বাড়িতে এসে তার পরিবারের কাছে ঘটনাটির বর্ননা দিলে ১৭ মে (শুক্রবার) দুপুরে ধর্ষিতার পিতা আড়াইহাজার থানায় ৪ ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তরিৎ অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত দুই ধর্ষক আক্তার ও আনোয়ারকে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং ধর্ষণের সাথে জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে খুব দ্রুত ধর্ষণের সাথে জড়িত বাকীদেরও গ্রেফতার করা হবে।