নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : রিয়েলিটি শো এনটিভির হা-শো সিজন-৪ এর পারফরমার খ্যাত তরুন মেধাবী ছেলে আফনান আহমেদ রাশেদ এর শুভ জন্মদিন আজ ৫ অক্টোবর। আজকের এই দিনে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায়, জালাল আহমেদ ও রাশিদা বেগম দম্পতির ঘরে আলোকিত করে জন্ম নেন তিনি।
প্রতিভাবান ও মেধাবী রাশেদের শিক্ষা জীবন শুরু হয়,ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের মাধ্যমে, পরবর্তীতে তিনি ফতুল্লা পাইলট স্কুল থেকে সুনামের সাথে এসএসসি পরীক্ষা পাস করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। তার সাথে আফনান আহমেদ রাশেদ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন -রাইজিং বাংলাদেশ এর প্রধান নির্বাহী। এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন -রাইজিং বাংলাদেশ দুরন্তপনায়, সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে তুলেন আফনান আহমেদ রাশেদ।
এছাড়াও তরুন মেধাবী আফনান আহমেদ রাশেদ জনপ্রিয় নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর রিপোর্টার হিসেবে কাজ করছেন ।
আফনান আহমেদ রাশেদ শুভ জন্মদিন। নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে থেকে আগামী দিনের সুন্দর পথচলায় শুভ কামনা ও অভিনন্দন রইল।