আড়াইহাজারে বিভিন্ন পরিবহনের ১২টি চালককে অর্থ দন্ড

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে আটকৃত বিভিন্ন পরিবহনের ১২জন চালককের প্রত্যেককে আলাদা করে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছেরোববার দুপুরে পৌরসভা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুরাইয়া খান অভিযানটি পরিচালনা করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যানজট নিরসন পথচারিদের নিরাপদে চলাচল করার সুবিধার্স্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে ১২জন চালককে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়

add-content

আরও খবর

পঠিত