বেগম জিয়ার মুক্তি দাবিতে সাম্যবাদী দলের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের সাম্যবাদী দল ( এম.এল ) দলের কেন্দ্রীয় সম্পাদক ও বিশ দলীয় জোটের শীর্ষ নেতা কমরেড সাইদ আহম্মেদ এর নির্দেশে বিএনপির চেয়ারপার্সন ও বিশ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর সাম্যবাদী দলের নেতৃ বৃন্দ।

শুক্রবার বিকাল ৫ টায় সদর উপজেলার দেওভোগ নাগবাড়ি মোড় হতে আখড়ার মোড় পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নূরুউদ্দিন ঢালি, সাংগঠনিক সম্পাদক কমরেড সুমন হাওলাদর।

উক্ত লিফলেট বিতরণকালীন সময় আরও উপস্থিত ছিলেন রবিউল, আমিনুল, মিন্টু ভূইয়া, নয়ন, হেলাল ফকির, জসিম, ফয়সাল, উবায়দুল, আশ্রাফ,শাহাদাত, লোকমান মাতবর প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত