সোনারগাঁয়ে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলেন ডা. বিরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁওয়ে অধ্যাপক ডা. আবু জাফর চৌধূরী বিরু এর উদ্যোগে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার ২ রা মার্চ  সকালে জামপুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা এড. মো. শাহজাদা ভূইয়া সভাপতিত্বে  অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া । ১০ টি ক্যাম্পের মাধ্যমে নারী / পুরুষদেও পৃথকভাবে ডা. দ্বারা চিকিৎসা প্রদান করেন, ঔষধ বিতরণ  ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত  কাযক্রম চলে।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক  বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু জাফর চৌধূরী বিরু বক্তব্যে বলেন শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। তার নেতৃত্বে দেশ আজ  মধ্যম আয়ের একটি দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। তার নেতৃত্বে নারী /পুরুষ  আজ সাবলম্বী। নারী/পুরুষ উভয়ে  কাজে এগিয়ে আসায় অল্প সময়ে দেশের সামগ্রীক অর্থনীতি আজ শক্তিশালী।উন্নয়নের অগ্রযাত্রায় আমরা শামিল হতে চাই। তার উন্নয়নের অংশীদার হতে হলে সোনারগাঁয়ে  এবার নৌকার প্রার্থীর বিকল্প আমরা ভাবতে চাইনা। না:গঞ্জ-৩ আসনে  এবার নৌকার প্রার্থী পেতে চাই। আমি সোনারগায়ে  আপনাদের কাছের একজন মানুষ। আমি সোনারগাঁয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জনগনের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি ।

বিভিন্ন মানুষেকে বিনা মূলে ঔষধ সহ চিকিৎসা করে যাচ্ছি । আর আওয়ামীলীকে চাঙ্গাকরে করে যাচ্ছি।   সোনারগাঁয়ে  মধ্যে আমিই নৌকা প্রতীকের নির্বচনের প্রতিদ্বন্ধিতা করতে চাই। কারণ পূর্বে অনেকেই দেখেছেন, তারা সোনারগায়ে জনগনের কি উপকার করেছে,  কি কাজ করেছে, কতদিন আপনারা কাছে পেয়েছেন। এখন জনগন অনেক সচেতন,  তারা বুঝে কার দ্বারা জনগনের উপকার আসে, আমি ডাক্তার,  আমি মানুষের মনের কথা বুঝি,  মানুষের দুঃখ কষ্ঠ বুঝি, তাই আমার দ্বারাই সোনারগাঁয়ে জনগনের উন্নয়ন হবে।

সেক্ষেত্রে আপনারা আমার পাশে থাকবেন ও নৌকার জন্য আওয়াজ তুলবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং নৌকার জন্য সবাইকে মাঠে ময়দানে কাজ করার আহবান জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে না:গঞ্জ-৩ আসনে আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং আমি যাতে আপনাদের সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অত্র আসনের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারি।

বিশেষ অতিথি ছিলেন  নারায়ণগঞ্জ জেলা আইনজীবীর সমিতির  সাবেক যুগ্নসম্পাদক এডভোকেট মো. আনোয়ার হোসেন, উপজেলা সাবেক সেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খাঁন জামপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবু, উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল আমিন, জামপুর ইউ পি  সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকু, সাধারণ সম্পাদক মোমেন মিয়া, যুবলীগনেতা কাজী মইন উদ্দিন, সহ সভাপতি হাজী আমির হোসেন, পৌরসভা আওঃগীগ নেতা মিলন, খোকন, নুরুল ইসলাম, সিরাজ, ওসমান মিয়া, শাহ আলম, মামুন, নয়ন, মন্টু, দপন, আবু হানিফ মোল্লা, মনির হোসেন , ছালাম , আবুল হোসেন, তাইজুদ্দিন মুন্সি, জাহাঙ্গির আলম সহ সকল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন  সহ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।

add-content

আরও খবর

পঠিত