সাংবাদিক শিপুর স্ত্রী কাকলি অনার্সে ফার্স্টক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে

 নারায়ণগঞ্জ বার্তা২৪(বন্দর প্রতিনিধি):  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপুর স্ত্রী আফরোজা আক্তার কাকলী ফার্স্টক্লাস(৩.১৫) পেয়ে অনার্সে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।

১২/১৩ শেসনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বন্দর কদমরসুল কলেজ থেকে হিসাব বিঞ্জান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে ৩.১৫ পেয়ে উত্তীর্ণ হন। আফরোজা আক্তার কাকলী বলেন, সকলের সহযোগীতায় আজ আমার এই পর্যন্ত আসা। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে ঠিক মত পৌছাতে পারি।

add-content

আরও খবর

পঠিত