নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় দিনে দুপুরে ৭ম শ্রেনীর ছাত্রীকে অপহরনের পর গনধর্ষণ করেছে দুবৃত্বরা। ৩ ধর্ষনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ২৫ জুলাই সোমবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বন্দরথানার ওসি আবুল কালাম জানান, গত ২৪ জুলাই রবিবার দুপুরে হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী (১৪) স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাগবাড়ি বাসষ্ট্যান্ড এলাকা হতে তাকে জোরপূর্বক অপহরণ করে বাগবাড়ি এলাকার একটি নির্জন হাউজিং প্রজেক্টে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আহতবস্থায় স্কুল ছাত্রীকে মদনগঞ্জ মদনপুর সড়কের পাশে ফেলে যায়। পরে তাকে আহতাবস্থায় এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ৩ ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো কবিলের মোড় এলাকার রতন মিয়ার ছেলে তুষার (২২), একই এলাকার রফিকুল মিয়ার ছেলে সহিদ হোসেন মুন্না(১৯) এবং নবীগঞ্জ মাঠপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রায়হান(১৮)। ২৬ জুলাই মঙ্গলবার পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে ধর্ষকরা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে। আদালত তাদের জেল হাজতে পাঠায়।