বুকম্যান একাডেমীকে হারিয়ে দুর্দান্ত জয় পেল কলেজ রোড টিম-১১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : টান টান উত্তেজনার মধ্য দিয়ে বুকম্যান একাডেমীকে ৩১ রানে পরাজিত করে দুর্দান্ত জয় লাভ করেছে কলেজ রোড টিম-১১। ৬ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে দিন ব্যাপী ফ্রেন্ডলী ক্রিকেট ম্যাচ-২০২৩ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় দুর্দান্ত বোলিং চালিয়ে বুকম্যান একাডেমীর খেলোয়াড়দের একের পর এক উইকেট গুড়িয়ে দেয় কলেজ রোড টিম-১১।প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছিলেন কলেজ রোড টিম-১১। প্রথম ইনিংসে বিপক্ষ দল বুকম্যান একাডেমীকে ২০ ওভারে ১১৫ রানের টার্গেট দেন কিন্তু বুকম্যান একাডেমী ৮৪ রান করে অল আউট হয়ে পরাজয় ঘটে। এদিকে, কলেজ রোড টিম-১১ হয়ে ব্যাট করে রনি জামান ৩৪ রান তুলে আর বলে করে ১টি উইকেট নেন, ব্যাট করে আল্লান জামান ২৯ রান তুলে আর বলে করে ২টি উইকেট নেন এবং ব্যাট করে সুমন আহমেদ ২২ রান তুলে নেন।

add-content

আরও খবর

পঠিত