মুনাফার অর্থে সুবিধা বঞ্চিতদের পাশে দাড়ালো প্যানাসিয়া ফার্মা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান প্যানাসিয়া ফার্মা জুন মাসের মুনাফার টাকা থেকে করোনা সময়ে সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মধ্যে রান্না করা উন্নতমানের তৈরি করা খাবার বিতরণ করেছেন। রোববার (৫ জুলাই) গভীর রাতে শহরের বিভিন্ন পয়েন্ট এই খাবার বিতরণ করা হয়।

উদ্যোক্তাদের একজন মামুন আব্দুল্লাহ জানান, প্যানাসিয়া ফার্মা নারায়ণগঞ্জ শহরে সর্বনিম্ন তিনশ টাকার ওষুধ ক্রয়ে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস প্রদান করে যাচ্ছে। কোল্ড চেইন মেইনটেন করে ঔষধ হোম ডেলিভারি করে। এছাড়াও ঔষধ প্যাকিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি নিশ্চিত করে থাকে।

হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল ওষুধ সাপ্লাই করা হয়। প্যানাসিয়া ফার্মা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে জুন মাসের প্রফিটের টাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য উৎসর্গ করে।

add-content

আরও খবর

পঠিত