নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল (ভিপি বাদল) এর দেওয়া বক্তব্যে ৩রা জুলাই শুক্রবার নারায়ণগঞ্জের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত মন্তব্যটি যা দেখে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে.এম সেলিম ওসমান।
৩রা জুলাই শুক্রবার এক সংবাদ বিবৃতে সেলিম ওসমান প্রতিক্রিয়ায় বলেছেন, স্নেহের বাদল ছোট ভাই দৈনিক এক পত্রিকার কাছে প্রতিক্রিয়ায় যে বক্তব্য দিয়েছে যদি তা সত্য হয়ে থাকে তাহলে আমি ছোট ভাই বাদলের মতই সাংবাদিকদের কাছে অনুরোধ করবো আপনারা এমন ভূল তথ্য প্রকাশ করে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনাদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পাশাপাশি এ বিষয়টি নিয়ে স্নেহের বাদলের ভাষায় নারায়ণগঞ্জের সাংবাদিকদের অভিভাবকদের কাছে আমিও বিচার দাবী করছি। করোনা ভাইরাস ভাইরাস সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে সকল সাংবাদিকের সহযোগীতা কামনা করছি।