ফতুল্লায় দগ্ধ চার জনের কেউ বাঁচল না

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগিনকান্ডের ঘটনায় দগ্ধ ফারিয়াও (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরে ৯০ শতাংশ পোড়া ছিল। এ নিয়ে মায়ের পর তিন সন্তানই মারা গেলো। গত (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মা ফাতেমাসহ তার তিন শিশু সন্তানই দগ্ধ হয়। ৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সাফওয়ান (৫) ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে, পরেরদিন ভোর সাড়ে ৫টায় মা ফাতেমা ৯৪ শতাংশ ও ১১ এপ্রিল দুপুরে রাফি (১১) ৯৮ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যায়। সবশেষ শুক্রবার (১২ এপ্রিল) পৌনে ১১টায় ৯০ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেলো ফারিয়া।

তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

add-content

আরও খবর

পঠিত