নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে নারায়ণগঞ্জে চালু হলো করোনা আক্রান্তদের সেবায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সার্ভিস। বৃহস্পতিবার (২রা জুলাই) দুপরের শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এই আইসিইউ সেবার উদ্ধোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
হাসপাতালকে দুর্নিতিমুক্ত রাখতে সংশ্লিষ্টদের উদ্দশ্যে হুশিয়ারী দিয়ে তিনি বলেন, খানপুর হাসপাতালে কাজ করে কিভাবে যে কেউ ৫তলা ভবনের মালিক হয়। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের শেয়ারহোল্ডার হয়? আমি তাদের বিরুদ্ধে দুদুকের মাধ্যমে জিজ্ঞাসবাদের আবদেন করবো। নারায়ণগঞ্জে ওইসকল দুর্নিতিবাজদের বিরুদ্ধে এখন আওয়াজ উঠাতে হবে তুই চোর। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত ১০ টি আইসিউ বেড প্রস্তুত করা হলেও ভবিষ্যতে এখানে আরও ৪০ টি বেড বৃদ্ধি করা হবে বলে ঘোষনা দেন সেলিম ওসমান।
এসময় হাসাপাতালের তত্বাবধায়ক ডা. গৌতম সাহার সভপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ, বিকেএমই এর সহ-সভাপতি মো. হাতেম, হাসাপাতলের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জয় প্রমুখ।