নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকাণ্ডে ঢাকা রেঞ্জ ডিআইজির সন্তোষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। আগস্ট শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এদিকে আয়োজিত সভাস্থলে সকল স্তরের কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন।

সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) অনুষ্ঠানে সভাপতিত্বে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খোরশেদ আলম, সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) মাহিন ফরাজী, সহকারি পুলিশ সুপার (এসএএফ) রুবেল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল তদন্ত কেন্দ্র ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত