নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের কুরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন জেলা পুলিম সুপার মোহাম্মদ জায়েদুল আলম। ২৯ জুলাই বুধবার বিকালে সদর মডেল থানাধীন সৈয়দপুরের কড়াইতলা ও কয়লাঘাটে স্বাস্থ্যবিধি মোতাবেক কুরবানীর পশুর হাট বসছে কিনা তা দেখতে পশুর হাট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের সকল হাটেই পর্যাপ্ত পরিমান সুরক্ষার ব্যাবস্থা রয়েছে। কেউ গরুর দড়ি নিয়ে টানাটানি করবেন না। যদি কেউ করেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা পুলিশ পরির্দশনকালে এসময় হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন হাটের ইজারাদার ও ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, নারায়ণগঞ্জে অন্যবারের তুলনায় এবার পশুর হাটে যথেষ্ট শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন তারা । পরিদর্শন শেষে এসময় সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেছেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি তদন্ত আব্দুল হাই, জেলা ডিবির ওসি এসএম আলমগীর সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এদিকে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিধি মোতাবেক কুরবানীর পশুর হাট জমে উঠেছে। এসব হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।