নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেইট বটতলা হতে ৫০ পিস ইয়াবা সহ এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ইজিবাইক চালক কামরুল হাসান (২৫) কাশীপুর খিলমার্কেটস্থ ভাড়া বড়িতে বসবাস করে। ২৭ জুলাই সোমবার রাতে ১নং রেলগেইট বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইজিবাইক চালক কামরুল হাসান মো. খোকন এর পুত্র। তারা কাশীপুর খিলমার্কেটে ভাড়া বাড়িতে বসবাস করেন। সে দেওভোগ বাঁশমুলি সংলগ্ন জুলহাস মিয়ার গ্যারেজের ইজিবাইক চালক।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মোঃ ছাইয়েদুল ইসলাম জানান, ডিউটিরত অবস্থায় সন্দেহ হলে তাকে তল্লাশি চালালে তার কাছে ৫০ পিস ইয়াবা পাওয়া যায় এবং ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।