নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৯৭১ সালের রনাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমান। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
৫ই জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ্য ছিলেন। রাত সাড়ে ১০টায় দেওভোগ সাকিব আলী জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার জুলহাস ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শোক প্রকাশ করে এমপি সেলিম ওসমান আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমানের মৃত্যু সেই সাথে তিনি বলেন, কমান্ডার আমিনুর রহমান ছিলেন যুদ্ধকালীন কমান্ডার। একজন নিবেদিত প্রাণ, দক্ষ সংগঠক। উনার মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জের মানুষ আরো একজন অভিভাবককে হারালাম। উনার চলে যাওয়া আমাদের জন্য অপূরনীয় ক্ষতি।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ২নং সেক্টর থেকে যুদ্ধ কালীন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছেন।