বিপদসীমার উপ‌রে শীতলক্ষ্যার পা‌নি, ত‌লি‌য়ে যা‌চ্ছে ঘাট, বস‌তি ঘর !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি এখনো বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র।

৮ আগস্ট শনিবার দুপুরে নিশ্চিত করেছেন বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। এর আগে দুই দিন ধরেই বিপদসীমার উপরে রয়েছে শীতলক্ষ্যার পানি। তবে শিগ্রহী পানি কমতে শুরু করবে বলে জানান তিনি।

এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় সদর উপজেলার কয়েকটি এলাকা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বসতি ঘর প্লাবিত হয়েছে। তাছাড়া প্লাবিত হয়েছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিচু এলাকা। তলিয়ে যাচ্ছে বন্দর ঘাট সংলগ্ন বাজার এবং দোকানপাট। নদী পারাপারের জেটি ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এছাড়াও নদীর পানি বাড়ায় সংলগ্ন বন্দর ও নবীগঞ্জ ঘাট পানিতে তলিয়ে গেছে। ভাটার সময় পানি নেমে গেলেও জোয়ারের সময় পানি ঘাটে উঠে আসছে।

add-content

আরও খবর

পঠিত