নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ নগরীর মন্ডলপাড়ায় লেক থেকে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকালে লেকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও লাশটির পরিচয় জানা যায়নি। বৃদ্ধের শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন।