নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৫ হাজার ২৯১ জন এবং মৃতের সংখ্যা মোট ১১৫ জন। শনিবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন সূত্র এই তথ্য জানায়।
সূত্রটি আরো জানায়, এই পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ২৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২২ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭ হাজার ৯৮৭, সদর উপজেলায় ৪ হাজার ৯৯৮, বন্দরে ১ হাজার ১৭৮, আড়াইহাজারে ২ হাজার ৩৬৩, সোনারগাঁয়ে ১ হাজার ৯০৪, রূপগঞ্জে ৭ হাজার ৮২২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৩৭ জন।