নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে গরুর খামার স্থাপন করে স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। পাশাপাশি পয়:নিষ্কাশন না হওয়ায় গরুর বর্জ্যে প্রায়শই আটকে যায় ড্রেন। এতে করে সল্প বৃষ্টিতে জমে থাকা পানির সাথে মিশ্রিত বর্জ্য দূষণে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ নিয়ে বুধবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান পলিন।
অভিযোগে উল্লেখ, গোগনগর ইউনিয়নের পুর্ব মসিনাবন্দ এলাকার খামারের মালিক জয়নাল, পিতা- গেদা মিয়া। তার দুই ছেলে আবুল ও সৈয়দ হোসেন গরুর খামার করে গোবর, মূত্র ও বর্জ্য যততত্র ফেলে রাখায় চলাচলের রাস্তা নোংরা করে ফেলছে। ড্রেনেজ ব্যবস্থা বিকল সৃষ্টি করে চলাচলে বিঘ্ন সহ মশার উপদ্রব বৃদ্ধি করছে। এছাড়াও এ নিয়ে প্রতিবাদ জানালে উল্লেখিত বিবাদীদের কাছে মারধরের শিকার হচ্ছে। বিবাদীরা উচ্ছশৃঙ্খল প্রকৃতির হওয়ায় যেকোন সময় দ্বন্দ্ব জড়িয়ে পড়লে বড় ক্ষতিসাধনের আশংকা করছে ভুক্তভোগী সহ স্থানীয়রা।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর মডেল থানা আব্দুল হাই জানান, অভিযোগ পেয়েছি। আজ ঘটনাস্থলে এসআই শামীমকে পাঠানো হয়েছিল। যতটুকু জেনেছি আসলে এ সমস্যাটি দীর্ঘদিন ধরেই চলছে। তারপরেও আমরা স্থানীয়দের সাথে কথা বলবো। তদন্ত করে আইন অনুযায়ী আমাদের পক্ষে যা ব্যবস্থা নেয়ার তা করা হবে।