নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার শাওনের চিকিৎসা সাহায্যে এগিয়ে এসে পাশে দাড়ালো স্পিক আউট নামের সংগঠন। ১৫ জুলাই বুধবার বিকাল ৩টায় এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এ.কে.এম শামীম ওসমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক ডিআইজি মালিক খসরু।
এদিকে এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিক আউট এর উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক সুপন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য জাহাঙ্গীর আলম, ফিরোজ মাহমুদ সামা, মাহবুব হোসেন বিজন, এনটিভির জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ, বিশিষ্ট সমাজসেবী রাজিব আহমেদ প্রমুখ। শেষে শাওনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শাওন ও টিম খোরশেদ এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।