সোনারগাঁয়ে ভারপ্রাপ্তদের ভার মুক্ত করে অচিরেই তাদের পুনঃ বহাল করা হবে : কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ  প্রতিনিধি  ) : সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তদের অচিরেই ভারমুক্ত করে তাদের নিজ দায়িত্বে পুনঃবহাল করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তিনি  ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগা  উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রায় দেড় শতাধিক স্পটে পবিত্র কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং গণভোজের আয়োজন করছেন। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ১৫ আগস্ট (মঙ্গলবার) দিনব্যাপী বিভিন্ন স্থানে এই কর্মসুচি পালন করা হয়।

জানা যায়, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ছাত্র জীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৮৯ সালে নির্বাচনের মাধ্যমে সোনারগাঁ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে একইভাবে নির্বাচনের মাধ্যমে তিনি সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরে ১৯৯২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৪ সালে উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ের মৃত্যুর কারণে তিনি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্যে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কামান্ডার ওসমান গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মহিলা সদস্য অ্যাডঃ নুরজাহান আক্তার, সনমান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামীলীগের নেতারা উপজেলা বিভিন্ন গণভোজ ও দোয়ায় অংশ গ্রহন করেন।

add-content

আরও খবর

পঠিত