সিদ্ধিরগঞ্জে বন্ধুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে সেলিম ওরফে ফেন্সি সেলিম (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শুটার গান, ১টি গিয়ার চাক্কু, ৫শত ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ময়নাতদন্তেরর জন্য লাশ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছাত্তার, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ওসি (অপারেশন) আজিজুল হক, উপ পরিদর্শক ইব্রাহীম, কনেস্টবল সাইদুল ও জাহাঙ্গীর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৩টায় দক্ষিন নিমাইকাশারী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সেলিম ওরফে ফেন্সি সেলিম বাগমারা সানাড়পাড় এলাকার আবুল কাশেমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, সানাড়পাড়, মৌচাক, নিমাইকাশারী এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে দক্ষিন নিমাইকাশারী এলাকায় পুলিশের আভিযানিক দলটি পৌঁছলে সংঘবদ্ধ একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ২০/২৫ রাউন্ড গুলি বিনিময়ের পর একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ সময় পুলিশের ৪ কর্মকর্তাসহ ২ সদস্য আহত হয়। লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্ত হয়। নিহত ব্যক্তি হলো পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ফেন্সি সেলিম। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত