সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ ও এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহজাহান ও যুবলীগ নেতা শহিদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও স্থানীয় পত্রিকায় বিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদ প্রকাশসহ নানা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। ২৩ ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীতে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য রুহুল আমিন মোল্লা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহআলম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মজিবুর রহমান সাউদ, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ বারী, সাধারন সম্পাদক মোঃ শাহআলম, জাতীয়পার্টির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি কাজী মহসিন, কৃষকলীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া,গোদনাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি এমদাদ হোসেন,সাধারন সম্পাদক বশির আহমেদ, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মকবুল আহমেদ,সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আনিচুর রহমান, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী অহীদ আলম, এনায়েতনগর জামে মসজিদের সাধারন সম্পাদক কাজী আহসান উল্ল্যাহ, এনায়েতনগর জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ াানোয়ার হোসেন,ওই মসজিদের সাবেক উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন,হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের সভাপতি  মোঃ মিজানুর রহমান,সাধারন সম্পাদক মোখলেসুর রহমান সরকার,নতুন আইলপাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবু মুছা,সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা হাওলাদার, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন,সমাজ সেবক ইসমাইল মাতবর, আইনজীবি শাহজাহান মোড়ল,বায়তুল জামে মসজিদের সাধারন সম্পাদক মনির হোসেন ও সাবেক সাধারন সম্পাদক খোকন মিয়াসহ এলাকার সচেতনমহল মানববন্ধনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সংবাদকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যাচাই বাছাই করে সত্য ও  গঠনমূলক সংবাদ পরিবেশন করার আহবান জানিয়ে এবং হলুদ ও অপসাংবাদিকতাকে ধিক্কার জানান। সেই সাথে তিনিসহ অন্যান্য বক্তারা গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও প্রচার সম্পাদক শহিদুল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

মানবন্ধনে অন্যান্য বক্তারা বলেন, এলাকার দুই একজন হলুদ সাংবাদিক পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে চরিত্র হরণ করছে। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় আসামী করা হচ্ছে। বক্তারা প্রকৃত সাংবাদিক ও পত্রিকার মালিকদের উদ্দেশ্যে করে বলেন আপনারা পত্রিকার লিখনীর আগে সঠিক খবর জেনে লিখুন আমরা কোন প্রতিবাদ করবোনা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের প্রশংসা ও বাহাবা নিন। এলাকাবাসী কারো বিরুদ্ধে কথা বলতে চায়না, সাংবাদিক জাতির বিকে, পত্রিকার মালিকদের ব্যবহার করে ওই সব হলুদ সাংাদিকরা যেন মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করতে না পারে সে দিকে নজর রাখার আহবান জানান।

add-content

আরও খবর

পঠিত