শিশুদের শিক্ষায় কঠোরতা নয়, কোমলতাই আসল পন্থা : বন্দর ইউএনও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বলেছেন, শৈশব-কৈশরই হচ্ছে শিক্ষার ভিত্তিকাল। স্বচ্ছ মেধা, সুস্থ বুদ্ধি, সরল চিন্তা ও স্পষ্ট মনোযোগের কারণে শিশুরা সহজেই সবকিছু আয়ত্ত করতে পারে। সঙ্গত কারণেই তাদের শিক্ষাদান পদ্ধতিও অন্যদের চেয়ে ব্যতিক্রম। তারা শারীরিকভাবে যেমন দুর্বল তেমনি মানসিকভাবেও কোমল। শিশুদের শিক্ষায় কঠোরতা নয়, কোমলতাই আসল পন্থা। তাই তাদের সাথে কোমল ও নরম আচরণ করতে হবে। তাদেরকে শিক্ষাদান করতে হবে মায়েরর স্নেহ-মমতা দিয়ে। ২২ জানুয়ারি মঙ্গলবার সকালে বন্দর থানাধীন আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষার উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। কেননা, শিশুরাই একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বে। কাজেই সরকারের এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে আমাদেরই এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো: শফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেরানীগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ, প্রধাণ শিক্ষক শাহানাজ সুলতানা, বন্দর উপজেলা প্রকল্প কর্মকর্তা ইব্রাহিম খলিল বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, সহ-শিক্ষা অফিসার তাসলিমা সুলতানা স্বপ্না, কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড সদস্য জামান মেম্বার, মো: আশাবুদ্দিনসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত