শান্তিরক্ষীদের পরিবারের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমবেদনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীতে বাংলাদেশি সদস্যদের প্রশংসা করে কর্তব্যরত অবস্থায় নিহত পাঁচ বাংলাদেশিসহ বেসামরিক কর্মী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ভাব-গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, শান্তি রক্ষী বাহিনীর এ বীরদের আত্মত্যাগ ছাড়া আজকের বিশ্বের এ সফলতা অর্জন সম্ভব ছিলনা। পৃথিবীতে তাদের জন্যই এখনো শান্তি, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। ২০১৬ ও ১৭ সালে জাতিসংঘ মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহী মোহাম্মদ আবুল বাশার, সৈনিক মোহাম্মদ আব্দুর রহিম, সিপাহী মোহাম্মদ মনোয়ার হোসেন, ল্যান্স কর্পোরাল মোহাম্মদ জাকিরুল আলম সরকার ও সার্জেন্ট মোহাম্মদ আলতাফ হোসেন।

আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ মিশনে কর্মরত অবস্থায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। মানবতার সেবায় বিপদ সংকুল পরিবেশেও তাদের আত্মত্যাগ বিশ্ববাসী সারাজীবন মনে রাখবে।

add-content

আরও খবর

পঠিত