শপথ নিলেন নতুন সংসদ সদস্যরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সাংসদ হিসেবে নিজের কাছে নিজে শপথ নেন তিনি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের সংরক্ষিত খাতায় সই করেন এবং একসঙ্গে ছবি তোলেন।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৮ জনকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে তাদের শপথের আয়োজন করতে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়।

আজ শপথ নিয়েছেন ২৯১ জন সংসদ সদস্য। জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী সাত সংসদ সদস্য শপথ নেননি। নির্বাচনে অংশ নেয়া ঐক্যফ্রন্টের প্রার্থীরা আজ নির্বাচনে অনিয়মের প্রমাণসহ নির্বাচন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।

সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ এবং শপথ নেয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে বা স্পিকারকে না জানালে বিজয়ীদের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত