রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রির্পোট) : কক্সবাজারের উখিয়ায় ডাকাত সন্দেহে রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন ২৭ই অক্টোবর শুক্রবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের নম্বর ক্যাম্পে ঘটনা ঘটে পুলিশ দুজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করেছেআহত চারজন হলেন, মোশতাক হোসেন (৪২), শহীদ হোসেন (২৪), জসীম উদ্দিন (২৫) শাহেদ আলী (বয়স জানা যায়নি) তাঁদের বাড়ি যশোরে উখিয়ায় তাঁরা মিস্ত্রির কাজ করেন বলে পুলিশ জানিয়েছেআটক দুজন রোহিঙ্গা হলেন, ইলিয়াস (২৫) নূর বসর (২৬)

পুলিশের ভাষ্য, বালুখালী নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে গতকাল দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে টিউবওয়েল সারানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। সময়ডাকাত ডাকাতবলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতাল একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ধারাল অস্ত্রের জখম রয়েছে। আটক দুজন রোহিঙ্গার কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে। ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র হামলার অভিযোগে মামলা করা হবে বলেও জানান তিনি

সূত্র : সময়ের কন্ঠস্বর।

add-content

আরও খবর

পঠিত