রূপগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা ॥ প্রতিবাদ করায় হত্যার হুমকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় ব্যবসায়ী আমির হোসেনকে হত্যার হুমকী দেয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার কালাদী এলাকায় ঘটে এ ঘটনা।

আমির হোসেন জানায়, কালাদী এলাকায় ৩০ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন তিনি।  একই এলাকার প্রতিপক্ষ আসাদ আলী , খোরশেদ আলম, মোসলেম মিয়া, আশকর আলীসহ তাদের লোকজন জমিটি অবৈধভাবে জবরদখলের পায়তারা করে আসছে। মঙ্গলবার দুপুরে ঐ জমিতে সীমানা প্রাচীর নির্মানের কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে  বাঁধা প্রদান করে। এক পর্যায়ে ব্যবসায়ী আমির হোসেন প্রতিবাদ করতে গেলে তাকে হত্যার হুমকী দেয়া হয়।একই সময়ে তার পরিবারকে বাড়ি ছাড়া করার হুমকী দেয়া হয় বলে জানায় আমির হোসেন। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published.

আরও খবর

পঠিত