মন্ডপে ভেঙ্গে রয়েছে প্রতিমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর শীতলক্ষ্যাস্থ তামাকপট্টী সার্ব্বজনীন দূর্গা পূজা উদযাপন মন্ডপে ভেঙ্গে রয়েছে বেশ কয়েকটি প্রতিমা। শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা এই দৃশ্য দেখতে পায়। তবে ভাংচুরের ঘটনা বলেও গুঞ্জন শোনা গেলেও অসাবধানতা বসত এটি হতে পারে বলে ধারনা করছে অনেকেই। এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

এ ব্যাপারে তামাকপট্টী সার্ব্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম সাহা জানান, শনিবার সকাল ৮ টায় পূজা মন্ডপে তিনি এসে দেখেন কে বা কাহারা দেবী দূর্গার হাত, মহিষাসুরের হাত, বাহনসহ কয়েকটি প্রতিমার আংশিক ভেঙ্গে ফেলেছে। গৌতম সাহার ধারনা, পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে সকাল ৬ টা পর্যন্ত এখানে নিরাপত্তা প্রহরী ছিল। সম্ভবত সে যাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। মূলত এটিকে বিনষ্ট করতেই একটি কুচক্রী মহল প্রতিমা ভাংচুরের মাধ্যমে আমাদের মাঝে ভীতির সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জ জেলার সকল পূজা মন্ডপেই আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে। তামাকপট্টী পূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনায় অন্যত্র প্রভাব পরবে না। তবে আমরা আশাবাদী পুলিশ তদন্ত সাপেক্ষে শীঘ্রই প্রতিমা ভাংচুরের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন পূর্বক দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হবেন।

এ ব্যপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, প্রতিমা ভেঙ্গে রয়েছে এ ঘটনাটি জানতে পেরেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ কাজটি কে বা কারা করেছে কিংবা ভাংচুরের ঘটনা কিনা তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

add-content

আরও খবর

পঠিত