বন্দরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে অবৈধভাবে চাঁদার টাকা না দেয়ায় ফার্মেসী ব্যবসায়ী মাহবুবকে পিটিয়েছে সন্ত্রাসী আওলাদ ও তার সাঙ্গ-পাঙ্গরা। শুক্রবার সকালে থানার ইস্পাহানী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যপারে মাহবুব বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেন।

জানা গেছে, বন্দর একরামপুর ইস্পাহানী বাজারস্থ মৃত ডা. সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ ইস্পাহানী বাজারে ফার্মেসী ব্যবসা করে আসছে।  প্রতিদিনের মত শুক্রবার তার কর্মস্থলে পৌছালে একই এলাকার আওলাদসহ নাম না জানা কিছু অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে অসুস্থ্য রোগীর দোহাই দিয়ে চাঁদা দাবি করে। মাহবুব এতে অস্বীকৃতি জানালে আওলাদ ক্ষিপ্ত হয়ে তার উপর অতর্কিত হামালা চালায়। এ সময় আওলাদের সঙ্গে থাকা ৫/৬ জনের সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে মাহবুবকে এলোপেথারী পিটাতে থাকে। মাহাবুবের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে আওলাদ বাহিনী তাকে পরবর্তীতে খুন করবে বলে হুমকী দিয়ে পালিয়ে যায়। আহতকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার মাহাবুব বাদী হয়ে বন্দর থানায় এটি অভিযোগ দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত