বন্দরে গ্যাস সংকটে জনজীবনে অচলাবস্থা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে গ্যাস সংকট তীব্র আকারে ধারণ করেছে। কয়েক দিন ধরে বন্দরের অধিকাংশ বাসা বাড়িতে গ্যাস একেবারেই থাকছেনা। কিছু স্থানে কখনো কখনো যৎ সামান্য গ্যাস থাকলেও বেশির ভাগ সময়ই গ্যাসের কোন অস্তিত্ব পাওয়া যায়না। গত কয়েক দিনের ব্যবধানে গ্যাস সংকট যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করছে।

পবিত্র রমজান মাস চলছে অথচ সেহেরী খাওয়ার জন্য রান্না করাও সম্ভব হচ্ছেনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ হতে ২৭নং ওয়ার্ড এবং বন্দর উপজেলার কলাগাছিয়া হতে মদনপুর পর্যন্ত ৫টি ওয়ার্ডের কোথাও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছেনা। বন্দরের আপামর জন সাধারণ সদ্য স্থাপনকৃত প্রায় ৫০ হাজার অবৈধ গ্যাস সংযোগকেই আকস্মিক বর্তমান গ্যাস সংকটের একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করেছে।

ভুক্তভোগীরা অতিদ্রুত এ সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের দাবি জানিয়েছে। অন্যথায় বৃহৎ আন্দোলনে নামারও হুকার দিচ্ছে অনেকেই।

এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়নের জনৈক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ গ্যাস সংযোগই অবৈধ। যে যেভাবে পেরেছে নিজের ইচ্ছেমতো পাইপ টেনে লাইন নিয়ে ব্যবহার করছেন। এরমধ্যে কতিপয় নামধারী ঠিকাদার মোটা অংকের মুনাফার আশায় থানা পুলিশের পরোক্ষ মধ্যে ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে এ সকল অবৈধ সংযোগ স্থাপন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। হরিলুটের মতো অপরিকল্পিত গ্যাস সংযোগ স্থাপন হওয়ায় গোটা বন্দরে গ্যাসের হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের দৈনন্দিন জীবন যাপনে সীমাহীণ ভোগান্তি অচলাবস্থা দেখা দিয়েছে। ইউনিয়নের লোকজন এ সকল অবৈধ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন না করা হলে অবধারিত গ্যাস সংকট মহামারি আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।

add-content

আরও খবর

পঠিত