প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জনগণের ভোটাধিকার : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জনগণের ভোটাধিকার। জনগণ ভোট দিয়ে নিজেরাই তাদের প্রতিনিধি ঠিক করবে। এটা তাদের বিষয়। শুক্রবার (পহেলা মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।

তিনি বলেন, ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু যখন জনগণের ভোটে একচ্ছত্র নেতা হয়ে গেলেন, জনপ্রতিনিধি হয়ে গেলেন। যখন আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হলো। তারপরই এলো ৭ই মার্চের ভাষণ। এই ৭ই মার্চের ভাষণের মধ্যেই আমাদের স্বাধীনতা নিহিত রয়েছে।তারপরই আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো।

স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন দেওয়া নিয়ে বিশ্বে অন্যান্য দেশের বিভক্তি উল্লেখ করে তিনি বলেন, সারা পৃথিবী তখন দুইভাগে বিভক্ত। কেউ আমাদের পক্ষে আবার কেউ পাকিস্তানের পক্ষে। কিন্তু সারা পৃথিবীর জনগণ তখন সাড়া দিয়ে উঠেছিল যে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। সারা পৃথিবীর জনগণ আমাদের সাথে থাকার ফলেই আমরা স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছি। তারই ফলে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।

মন্ত্রী আরো আরও বলেন, যখন যে দেশে গণতন্ত্র আসে। তখন সে দেশ উন্নতিতে চলে যায়। আজকে আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র প্রচলিত আছে বিধায় আজকে আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভোট জনগণের অধিকার। ভোট মানেই জনগণ, জনগণ মানেই গণতন্ত্র।

এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, মুড়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত