জলাবদ্ধতায় আমি ( কবিতা )

নারায়ণগঞ্জ বার্তা  :

জলাবদ্ধতায় আমি

শাহাদাৎ হোসেন ভূঁইয়া

ঘর থেকে বের হয়ে দেখি পানি
ঘরে ফিরে দেখি পানি
জুতো হাতে মোজা পকেটে
প্যান্ট গুটিয়ে হাটু পানিতে
তিন মাস থেকে আমি পানিবন্দী হায়।
প্লাস্টিকের চপ্পল পরতে পারি না
শুভাকাঙ্খির জালায় সমালোচকের ভয়ে
প্রতিবাদ করলে গুলি লাঠিচার্জ
কথা বললে মামলা হবে
তিন মাস থেকে আমি পানিবন্দী হায়।
নজরুল তোমায় বড় মনে পড়ে
থাকলে তুমি কি করতে এসময়
লেখনীতে কি আসতো তোমার
দেখতে বড় ইচ্ছে হয়
তিন মাস থেকে আমি পানিবন্দী হায়।
চিরবসন্তের কবি রবীন্দ্রনাথের কথা থাক
বসন্ত এখনও আসে নাই
কবিরা তোমরা কোথায় আছ
তোমার কলমে কি লিখছ আজ
তিন মাস থেকে আমি পানিবন্দী হায়।
তিনটি সংবাদ লিখেছি আমি
দশ পত্রিকায় ছাপা হয়েছে
তাতে কার কি আসে যায়
কান্ডারী ডুবছে পানির আধারে
তিন মাস থেকে আমি পানিবন্দী হায়।
আজ পরীক্ষা দেবে জাতি
ফুলিতেছে মাঝি ফুসিতেছে পানি
নৌকা তুমি হুসিয়ার
অসহায় আমি মরছি ডুবে
তিন মাস থেকে আমি পানিবন্দী হায়।

add-content

আরও খবর

পঠিত