কেউ আর কৃষককে ঠকাতে পারবে না : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দু’টি সেবার উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ সেবার মাধ্যমে কেউ আর কৃষককে ঠকাতে পারবে না। কৃষক ফোন দিয়ে জেনে নিতে পারবেন বীজ, সারসহ নানা উপকরণের দাম।

তিনি বলেন, কৃষি উন্নয়নে সকলকে কাজ করতে হবে। পড়ালেখা করে শিক্ষিত হলেই যে কৃষি কাজ করতে পারবে না এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে কৃষি কাজে মনোযোগ দিতে হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে হবে।

দেশের ৮ হাজার ৪শত পোস্ট অফিসকে ডিজিটালাইজ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে। উপজেলা পর্যায়ে ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, কৃষকদের সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টিতে স্বয়ং সম্পূর্ণ করতে আমরা কাজ করছি। ডিজিটাল বাংলাদেশের সেবা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

উল্লেখ্য, ‘কৃষি বাতায়ন’ ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মীর সঙ্গে কৃষকের সার্বক্ষণিক যোগাযোগ, কৃষি গবেষণার সঙ্গে মাঠ পর্যায়ের সংযোগ সাধন, কৃষি তথ্যভিত্তিক জ্ঞানভাণ্ডার গড়ে তোলা এবং মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত বিবিধ রিপোর্ট আদান-প্রদান সহজ হবে।

এ বাতায়নের সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশন ‘কৃষক বন্ধু ফোন সেবা’র মাধ্যমে ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষক নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন এবং অতিসহজে প্রয়োজনীয় কৃষি সেবা পেতে সমর্থ হবেন।

add-content

আরও খবর

পঠিত